West Bengal SSC Scam

এসএসকেএমে নিয়ে যাওয়া হল পার্থকে, হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী

ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, তীর্থঙ্কর

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ২০:৫৩
Share:
Advertisement

পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্য দিকে, পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি।দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।

ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। তাঁকে দু’দিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement