স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু জ়ুবিনের। প্রিয় শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ অসম। জৌলুসহীন পুজোর আয়োজন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪
Share:
Advertisement
জ়ুবিন গার্গ অসমবাসীকে পরিচিতি দিয়েছেন। সাহস, স্পর্ধা দিয়েছেন। বিনা প্রশ্নে কোনও কিছু মেনে নিতে শেখাননি। সেই জ়ুবিনকে হারিয়ে পুজোর আয়োজনও নমো নমো। শিল্পী নেই। তাঁর গান-সুর রয়ে গিয়েছে। শুধু জ়ুবিন বিদায়ে এ বার সুর কেটেছে অসমের পুজোর।