বাংলা ভাষার মর্যাদা রক্ষার উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সাল, ২০ ফেব্রুয়ারি। সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় ‘ভাষা শহিদ স্মারক সমিতি’। সুরেন্দ্রনাথ উদ্যানে গড়ে ওঠে ‘লালন মঞ্চ’। উদ্বোধন করেন কবি অরুণ মিত্র। প্রধান অতিথি মৃণাল সেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় গৃহীত হয় ১২ দফা দাবি সনদ। পেশ করা হয় তৎকালীন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দরবারে। এখন নতুন করে বাংলা ও বাঙালিদের উপর নেমে আসছে আক্রমণ। এই সময়ে বাঙালিদের নিজেদের ভূমিকা খতিয়ে দেখারই পরামর্শ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর।