ছড়িয়ে ছিটিয়ে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ, এ দিকে দেশের মানুষ কী খুঁজে চললেন?
বিমান ভাঙার খবর পাওয়ার পর থেকেই মানুষের কৌতূহল বাঁক নিয়েছে নানা দিকে, বিচিত্র বিষয়ে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১০:০০
Share:
Advertisement
উড়ান কি বাতিল হয়েছে! মে-ডে আসলে কী? কী ভাবে বেঁচে গেলেন বিশ্বাস কুমার রমেশ? হাজারও বিষয়ে হাজারও কৌতূহল। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিমান দুর্ঘটনা সংক্রান্ত নানা বিষয়েই জানতে আগ্রহী। তবে, সবথেকে খোঁজ পড়ল কোন কোন বিষয়গুলো নিয়ে?