বিশ্ব অর্থনীতিতে আমেরিকার দাদাগিরির পাল্টা জবাব দিতেই ব্রিক্সের ভাবনা। দশ দেশের জোট। রাশিয়া এবং চিন চায় আমেরিকার বিপরীতে একটি শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠুক ব্রিক্স। আর তাতেই খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট। এ দিকে ভারত গত কয়েক বছরে আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এই সংঘাতে কৌশলী অবস্থানই নিয়েছে ভারত।