জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোকাল কেল্লার এলাকায় ‘অপারেশন কেল্লার’ শুরু হয়েছে মঙ্গলবার। এখনও সেই অভিযান চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। তল্লাশিতে উদ্ধার প্রচুর অস্ত্র-শস্ত্র-কার্তুজ, বোমা, রাইফেল। মঙ্গলবার দিনভর অভিযান। নিকেশ লস্করের তিন জঙ্গি।