সাইনা চট্টোপাধ্যায়। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের মুখ্য চরিত্র সাইনা সদ্য অভিনয় জগতে পা রেখেছে। সাইনা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা। বাবার কাছে সে ছিল আদরের ডল। সামনেই মাধ্যমিক পরীক্ষা। তবে তার আগে তার বাড়ির দুর্গাপুজো। সাইনার প্রিয় স্টাইলিস্ট মা সংযুক্তা চট্টোপাধ্যায়। নাচের অনুষ্ঠান হোক বা পুজোর অঞ্জলি, সংযুক্তাই সাদিয়ে তোলেন সাইনাকে। এ বছর পড়াশোনা, বাড়ির পুজোর পাশাপাশি সাইনা কাজ নিয়েও ব্যস্ত। পুজোর তিনদিন কীভাবে নিজেকে সাজাতে চাইবে সে?