অপেক্ষার শেষ। অগস্টে মুক্তি পাচ্ছে ‘ধুমকেতু’। দেবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সে খবর ধুমকেতুর মতই আছড়ে পড়েছে। হু হু করে শেয়ার হয়েছে সমাজমাধ্যমে। ১৪ অগস্ট এই ছবির মুক্তি। তার আগে দু’জনেই ছবির প্রচারে থাকবেন বলে জানা যাচ্ছে। আবার এও শোনা যাচ্ছে ধুমকেতুই নাকি দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। তার পর?