টলিপাড়ায় অচলবস্থা নিয়ে প্রশ্ন করতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অনির্বাণ। অনেকে ইতিমধ্যেই নতুন গ্রুপ ছেড়ে বেরিয়েছেন। তাঁর মতে, ‘শুনছি আমরা বয়কট, কিন্তু বিষয়টা সন্দেহজনক, কোনও লিখিত বা মৌখিক বিবৃতি নেই, খানিকটা থ্রিলার ছবির মতো অবস্থা’।