এক সময় ছিলেন মাস্টারমশাই। এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতা। অনির্বাণ চক্রবর্তী। কখনও তাঁর চোখে খলনায়কের কুদৃষ্টি। কখনও আবার কমেডি চরিত্রে চটুল ইয়ার্কি। একেনবাবুর একই অঙ্গে নানান রূপ। একেবাবুর ফ্যান-তালিকা অনেক নায়কের কাছে ইর্ষার। অনির্বাণ নামে অনেকেই চেনেন না তাঁকে। শখে থিয়েটার করতে করতেই গ্ল্যামার জগতে পা রাখেন এক দিন। ঝুঁকি তো ছিলই, কিন্তু পিছন ফিরে তাকাতে হয়নি কখনও অনির্বাণকে।