নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’। মুখ্য চরিত্রে বিশ্বজিৎ মিত্র। ইন্ডাস্ট্রিতে যাতায়াত থেকেই একদিন জুনিয়র আর্টিস্ট হিসাবে ডাক। এর পর চাকরিতে ফেরা। অভিনয়ের টানে কিছু না ভেবেই চাকরি ছাড়া, অভিনয়ে ফেরা। লিড চরিত্রে এখন তাঁকে দেখেন দর্শক। স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনন্দবাজারের সঙ্গে আড্ডায় বিশ্বজিৎ।