ধারাবাহিক দিয়ে কাজ শুরু করলেও এখন ওটিটি প্ল্যাটফর্ম-এর চেনা মুখ দেবচন্দ্রিমা। শহর ছেড়ে মুম্বইয়ে কাজ করছেন চুটিয়ে। তারই ফাঁকে কাজ, ভাঙা সম্পর্ক, আড়াই কোটির বাড়ি— নানান বাড়ি বিতর্ক নিয়ে অকপট নায়িকা।