ঢাকে কাঠি পড়ল বলে। আর কয়েক দিনের দিনের অপেক্ষা। উৎসবে মাতবে বাংলা। আনন্দ উৎসবের সেই আবহ এখন থেকেই ছোটপর্দায়। নতুন অনুষ্ঠান নিয়ে হাজির জনপ্রিয় বাংলা চ্যানেল। রবিবার সঙ্গে জলসা পরিবারে হাজির বিভিন্ন ধারাবাহিকের পরিবার। মজা, হুল্লোড়, খেলা। কে কাকে টক্কর দিচ্ছেন— তা জানতে প্রতি রবিবার টিভির পর্দায় এই অনুষ্ঠান। দড়ি টানাটানি থেকে দম্বসাড়াড, সঙ্গে জমাটি খাওয়াদাওয়াও।