বাস্তবে আমি বড় হলেও বাবা হিসাবে গৌরব সিনিয়র, ওর থেকে প্রতিনিয়ত শিখছি: পরমব্রত
প্রথম আলাপ থেকে আজকের বন্ধুত্ব, অভিনয় থেকে ব্যক্তিগত জীবনের ‘ব্রোম্যান্স’, পরম-গৌরবের রসায়ন ধরা পড়ল আনন্দবাজার ডট কমের ক্যামেরায়।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১২:১৪
Share:
Advertisement
দাদা যখন বন্ধু। পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তীর সম্পর্ক খানিকটা তেমনই। পর্দায় বিমল কুমারের চরিত্রেও দুজনের রসায়ন জমজমাট। ছোটবেলা থেকে বন্ডিং তৈরি হয়েছিল, আজ তাঁরা অনেকটাই পরিণত। পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও।