হালকা শীতের আমেজ । ঘড়িতে তখন সকাল দশটা হবে। মিঠে রোদ গায়ে মেখে নায়িকার প্রিয় খাবারের খোঁজে। গাড়ি এসে থামল দক্ষিণ কলকাতার এক কচুরি জিলিপির দোকানে। এমনিতে ডায়েট করলেও মাঝে মাঝে তো তা ভাঙা যেতেই পারে। তাই প্রিয় দীপকদার জন্য কচুরি কেনার পাশাপাশি নায়িকা চেখে দেখলেন জিলিপি।