‘আমি মাঠে নামি জেতার জন্য, আর জেতার পর ট্রফি ঘাড়ে করে রোড শো করি’, তাঁরই সংলাপ। ‘খাদান’ ছবি মুক্তির পর এই সংলাপ তাঁর অনুরাগীদের মুখে মুখে ফিরছে। তিনি কী বলছেন? ‘ফ্যামিলি’ নিয়ে ব্যস্ত থাকলেও ‘অ্যাকশন’ ভোলেননি। বাংলা ঘুরে নিজের জাত চিনিয়েছেন টলিউডের ‘রাজার রাজা’। নিজের ফর্মে কামব্যাক করলেন তিনি। আর রিটার্ন গিফ্ট হিসাবে হাউসফুল বোর্ড ঝোলালেন দর্শক। রাত দুটোর শো হাউসফুল, বাংলা ছবি কখনও দেখেনি। বাংলা ছবির উদ্যাপনের মরসুম। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা চার কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু অভিনেতা-প্রযোজক নয়, এ বার ছবির ক্রিয়েটিভ-ডিরেক্টর হিসাবেও নতুন জুতোয় পা গলালেন সুপারস্টার দেব। জন্মদিনের আগে জীবনের ওঠা-পড়ার গল্প ভাগ করে নিলেন দেব।