টানা দশ বছরের অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। টিজ়ার থেকে গান সর্বত্র ভাইরাল। পর্দায় এক যুগ পর ফিরছে দেব-শুভশ্রী জুটি। অনেক প্রশ্ন অনুরাগীদের মনে, দু’জনে একসঙ্গে ছবির প্রচারে থাকবেন? ‘ধূমকেতু’-ই কি দেব-শুভশ্রী জুটির শেষ ছবি? সেই সব প্রশ্ন নিয়ে মেগাস্টার দেব এর মুখোমুখি আনন্দবাজার ডট কম।