আট ঘণ্টার বেশি কাজ করতে চাননি বলে বড় ছবি হাতছাড়া হয়েছে। জুটেছে কটাক্ষও। তাতেও নিজের অবস্থান থেকে টলানো যায়নি দীপিকা পাড়ুকোনকে। কিন্তু সিনেমা, টেলিভিশন বা ওটিটির মতো সৃজনশীল কাজকে কি আট ঘণ্টার নিয়মে বাঁধা সম্ভব? টলিগঞ্জের অভিনেতা, কলাকুশলীরা কী বলছেন?