সোমবার কলকাতায় তৃণমূলের ‘বিরাট’ সভা। একুশে জুলাইয়ের সমাবেশ। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল করে তৃণমূল কর্মী-সর্মথকরা সভার উদ্দেশে রওনা দেবেন। অবরুদ্ধ হয়ে পড়বে শহরের একাংশ। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তা সচল রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাস্তায় আটকে পড়লে যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশকে। টোল ফ্রি হেল্পলাইন নম্বর হল ১০৭৩। এছাড়া আরও দুটি মোবাইল নম্বর দেন তিনি। নম্বরগুলি হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০।