এলেন, দেখলেন, জয় করলেন। প্রধানমন্ত্রীর ত্রিনিদাদ-টোব্যাগো সফর সম্পর্কে এ-কথা বললে বাড়াবাড়ি হয় না। মোদীর সফর। আর সেই সফর ঘিরে সে-দেশে রীতিমতো উৎসবের মেজাজ। ভারতীয় সংস্কৃতির কোলাজেই মোদীকে অভ্যর্থনার এলাহি আয়োজন। সে-দেশের প্রধানমন্ত্রীকে তো ‘বিহারকন্যা’ বলেই অভিহিত করেছেন মোদী।