এক বছরেরও বেশি যুদ্ধ চলার পর, ১৯ জানুয়ারি ২০২৫ গাজ়ায় হামাস আর ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি হয়। ঘরে ফিরতে শুরু করেন ১৯ লক্ষ গাজ়াবাসী। কিন্তু ঘর কোথায়? গোটা গাজ়াই ধুলোর সাম্রাজ্য। সেই ধ্বংসস্তূপেই নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিলেন গাজ়াবাসী। হঠাৎই ছন্দপতন। হামাসের ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি দিতে অস্বীকার করা। ডোনাল্ড ট্রাম্পের হুমকি। গাজ়ার আকাশে ফের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে?