Budget 2022

Union Budget 2022-23: বাইশের বাজেট: রেলে কী প্রত্যাশা

কোভিডের ধাক্কায় অর্থনীতি যখন বেহাল তখন পণ্য পরিবহণে ভাড়া বাড়ানোর মতো সাহসী পদক্ষেপ রেল করে কি না সেটাই দেখার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:০৬
Share:
Advertisement

গত কয়েক বছর ধরে সাধারণ বাজেটের সঙ্গে পেশ করা হচ্ছে রেল বাজেট। যথারীতি এ বারও পেশ হবে সাধারণ বাজেটের সঙ্গে। কিন্তু এবারের রেল বাজেট একটু আলাদা হতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণটা অবশ্য করোনা পরিস্থিতি।

কোভিডের কারণে গত দু’বছর কার্যত বন্ধ ছিল রেল চলাচল। ফলে আয়ও কমেছে উল্লেখযোগ্য ভাবে।

Advertisement

এই পরিস্থিতিতে এ বারের রেল বাজেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আয় বাড়াতে লোকাল ট্রেনের যাত্রী ভাড়া বাড়ানো হবে কি না? প্যাসেঞ্জার ট্রেনের ভাড়ার ক্ষেত্রেও কী প্রস্তাব রাখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? পণ্য পরিবহণের ভাড়া বাড়বে কি না সে প্রশ্ন এ বারের রেল বাজেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ কোভিডের ধাক্কায় অর্থনীতি যখন বেহাল তখন পণ্য পরিবহণে ভাড়া বাড়ানোর মতো সাহসী পদক্ষেপ রেল করে কি না সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement