Khakee: The Bengal Chapter

সিনেমায় জিৎ-প্রসেনজিৎ আসবে একসঙ্গে, হয়তো এই ভাবেই শুরু হওয়ার কথা ছিল: জিৎ

এই সিরিজে আইপিএস অর্জুন মৈত্রের চরিত্র তাঁর কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন জিৎ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৫:২৮
Share:
Advertisement

তিনি টলিউডের বস, সুপারস্টার। কখনও রোম্যান্টিক হিরো, কখনও রাফ অ্যান্ড টাফ পুলিস অফিসার, দু দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। প্রথম তেলেগু ছবি সেইভাবে পরিচিতি না দিলেও বাংলা ছবির দর্শক তাঁকে সাদরে গ্রহণ করেছে। এবার গ্লোবাল ওয়েব সিরিজে তাঁর উপস্থিতি নজর কাড়া। নীরজ পাণ্ডের ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’ আসছে। এই সিরিজে আইপিএস অর্জুন মৈত্রের চরিত্র তাঁর কেরিয়ারে টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন তিনি। তিনি জিতেন্দ্র মদনানি, বাংলা ছবির দর্শক যাঁকে চেনেন জিত নামে। কাজ, পরিবার, এই শহর, সব কিছু নিয়ে আড্ডা জমালেন নায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement