তিনি টলিউডের বস, সুপারস্টার। কখনও রোম্যান্টিক হিরো, কখনও রাফ অ্যান্ড টাফ পুলিস অফিসার, দু দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। প্রথম তেলেগু ছবি সেইভাবে পরিচিতি না দিলেও বাংলা ছবির দর্শক তাঁকে সাদরে গ্রহণ করেছে। এবার গ্লোবাল ওয়েব সিরিজে তাঁর উপস্থিতি নজর কাড়া। নীরজ পাণ্ডের ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’ আসছে। এই সিরিজে আইপিএস অর্জুন মৈত্রের চরিত্র তাঁর কেরিয়ারে টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন তিনি। তিনি জিতেন্দ্র মদনানি, বাংলা ছবির দর্শক যাঁকে চেনেন জিত নামে। কাজ, পরিবার, এই শহর, সব কিছু নিয়ে আড্ডা জমালেন নায়ক।