ফেব্রুয়ারি মাস থেকে শুরু। দফায় দফায় চিনা পণ্য আমদানির উপর শুল্ক বাড়ায় আমেরিকা। পাল্টা মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়াতে পিছ-পা হয়নি চিনও। শেষ পর্যন্ত আমেরিকায় আমদানি করা চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৪৫ শতাংশে। উল্টো দিকে, চিন আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক ধার্য করে। জেনেভায় দ্বিপাক্ষিক বৈঠকের পর, দু’পক্ষই ১১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ মার্কিন বাজারে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ, এবং চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক দিতে হবে। কিন্তু হঠাৎ কেন যুদ্ধের ভঙ্গিমা ছেড়ে সমঝোতার রাস্তায় যুযুধান দুই দেশ?