নির্বাচনী প্রচার থেকেই অভিবাসী নীতিতে কঠোর অবস্থান ট্রাম্পের। সাম্প্রতিক গুলিকাণ্ডে অভিবাসী আটকানোর ট্রাম্পীয় ব্যবস্থা যে বজ্রআঁটুনি হবে সেই ইঙ্গিত স্পষ্ট। ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী পর্যায়ে ভারত-মার্কিন সম্পর্ক অম্ল-মধুর। বাণিজ্যচুক্তি নিয়েও চলেছে বিস্তর টালবাহানা। এ দিকে আফগানিস্তানের সঙ্গে সম্প্রতি বন্ধুত্ব জোরদার করেছে ভারত। আন্তর্জাতিক মহলে পাকিস্তান-আমেরিকার সখ্যের পাল্টা বন্ধুত্বের খোঁজ করেছে ভারত। তৃতীয় বিশ্বের প্রতি ইঙ্গিত করলেও, এই মুহূর্তে ট্রাম্পের রোষের কোপ কি পড়তে পারে ভারতের উপরেও?