বার বার মেঘভাঙা বৃষ্টি। ধস। অগস্ট থেকে প্রাকৃতিক বিপর্যয় যেন পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের। দু’দিন আগেই বিপর্যস্ত হয় দেহরাদুন। এ বার চামোলির পালা।