Price Hike

বাজারে ‘লঙ্কাকাণ্ড’, ‘হিরের দামে টম্যাটো, সোনার দামে আদা’, মাথায় হাত মধ্যবিত্তের

সব্জির বাজারে ‘আগুন’, বৈঠক করে সুরাহার পথে টাস্ক ফোর্স। দাম কমার আশ্বাস।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ২০:২১
Share:
Advertisement

কলকাতায় তো বটেই, শহরতলির বাজারেও অগ্নিমূল্য সব্জি। আনাজ কিনতে গিয়ে কার্যত ছ্যাঁকা খাওয়ার জোগাড়। মধ্যবিত্তের প্রায় হাতের বাইরে পেঁয়াজ, রসুন, আলু, পটল, টম্যাটো। আর লঙ্কার দাম তো আকাশছোঁয়া। কোথাও তিনশো, কোথাও চারশো কোথাও আবার সাড়ে চারশো টাকা কেজিতেও বিকিয়েছে লঙ্কা। এমনকি শসাও ‘সেঞ্চুরি’ করে ফেলেছে। কেন এই পরিস্থিতি? বিক্রেতাদের অনেকেই বলছেন মণিপুরের ঘটনার প্রভাবেই জহরতের মতো অগ্নিমূল্য আনাজ। অনেকে আবার বর্ষাকেও দায়ী করছেন। অন্যদিকে ক্রেতাদের দাবি, পঞ্চায়েতের কারণেই সব্জির বাজারে ‘আগুন’। এমতাবস্থায় তড়িঘড়ি বৈঠক ডেকে সমাধানের পথে রাজ্যের টাস্ক ফোর্স। ‘সুফল বাংলা’য় সুলভে মিলবে সব্জি, আশ্বাস প্রশাসনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement