পানিহাটিতে তরুণীর সঙ্গে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারপিট। বচসা থেকে হাতাহাতি, রাস্তায় ফেলে মার! শেষ পর্যন্ত থামল পুলিশের হস্তক্ষেপে। ভিডিয়ো ভাইরাল হতেই শাসককে খোঁচা বিজেপির। লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষের নিশানায় পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়।