Virat Kohli

ফুরিয়ে যাননি, জ্বলে উঠতে জানেন সময় এলে, কোহলির সেঞ্চুরি যেন কোচকে লেখা খোলা চিঠি

সিঙ্গল ফর্ম্যাটে সব থেকে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির ঝুলিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২২:১৫
Share:
Advertisement

বিশ্বকাপ খেলবেন রোহিত, কোহলি? বোর্ডের বৈঠক কোচ, নির্বাচকদের সঙ্গে। তবে ক্রিকেটপ্রেমীরা বলছেন, রাঁচীর মাঠে বিরাটের তাণ্ডবেই রাখা ছিল সব উত্তর। এই বিরাট-ঝড় স্রেফ ব্যক্তিগত নয়। কোহলি খেলছিলেন রোহিতের হয়েও। কোহলি যেন খেলছিলেন অকস্মাৎ কিটব্যাগ তুলে রাখতে বাধ্য হওয়া সব ক্রিকেটারের জন্যেই। সবার উপরে তিনি যেন খেলছিলেন সেই বিরাট কোহলির জন্যেই। সুহানা সফর পেরিয়ে এসেও যিনি মাঠে নেমে নিজের কানে নিজেই বলতে পারেন— হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement