বিশ্বকাপ খেলবেন রোহিত, কোহলি? বোর্ডের বৈঠক কোচ, নির্বাচকদের সঙ্গে। তবে ক্রিকেটপ্রেমীরা বলছেন, রাঁচীর মাঠে বিরাটের তাণ্ডবেই রাখা ছিল সব উত্তর। এই বিরাট-ঝড় স্রেফ ব্যক্তিগত নয়। কোহলি খেলছিলেন রোহিতের হয়েও। কোহলি যেন খেলছিলেন অকস্মাৎ কিটব্যাগ তুলে রাখতে বাধ্য হওয়া সব ক্রিকেটারের জন্যেই। সবার উপরে তিনি যেন খেলছিলেন সেই বিরাট কোহলির জন্যেই। সুহানা সফর পেরিয়ে এসেও যিনি মাঠে নেমে নিজের কানে নিজেই বলতে পারেন— হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে।