উড়ানের মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এআই১৭১ বোয়িং বিমান। চালকের ভুলেই দুর্ঘটনা? না কি যান্ত্রিক গোলযোগ? ব্ল্যাকবক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য উদ্ধার হলে রহস্যের সমাধান হতে পারে। তার আগে অবশ্য নানা তত্ত্ব হাওয়ায় ভাসছে। বিমান ভেঙে পড়ার ভাইরাল ভিডিয়ো দেখে অনেক অভিজ্ঞ বিমানচালকই ইঞ্জিন বিকল হওয়ার কথা বলছেন। বলছেন বিমানের ‘র্যাট’ খোলা থাকার কথাও। কী এই ‘র্যাট’? কখন ব্যবহার হয়? সেটা কী ভাবে যান্ত্রিক গোলযোগের তত্ত্বের সপক্ষে প্রমাণ হতে পারে?