Heatwave

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও স্বস্তি নেই, ২০ এপ্রিল পর্যন্ত দাবদাহের সতর্কতা

মঙ্গলবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল বাঁকুড়ার তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ২২:২১
Share:
Advertisement

দাবদাহে পুড়ছে বাংলা। বিশেষত পশ্চিমের জেলাগুলি। বুধবার ৫ জেলায় তীব্র তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে তাপমাত্রা খুব বেশি থাকবে বলেই পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমল। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকল। তাতে যদিও অস্বস্তি কাটেনি। তবে পশ্চিম এবং মধ্য ভাগের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। তার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement