Student Union Election

ছাত্রভোটের দাবি, মাধ্যমিকের মধ্যেই মিছিলে বাম ছাত্র সংগঠন

স্থায়ী উপাচার্য নিয়োগ এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জেলায় জেলায় এসইউসিআইয়ের মিছিল।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৭
Share:
Advertisement

ছাত্রভোটকে অগ্রাধিকার নয়! কেন পঞ্চায়েত ভোটের পর ছাত্র সংসদ নির্বাচনের কথা ভাবা হচ্ছে? সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন এসইউসিআইয়ের সর্বভারতীয় ছাত্র সংগঠনের। রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগে সরব হতে দেখা গিয়েছে ভারতের ছাত্র ফেডারেশনকে। এবার রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। সোমবার শ্রদ্ধানন্দ পার্ক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করে এআইডিএসও। মিছিল শেষে সংগঠনের রাজ্যের নেত্রী অনুমিতা পানি বলেন, “শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা বজায় রেখে পঞ্চায়েত ভোট বোকামি।” স্থায়ী উপাচার্য নিয়োগ এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মাধ্যমিক চলাকালীনই কলকাতা তো বটেই রাজ্যের একাধিক জেলাতেও মিছিল করে বাম ছাত্র সংগঠন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement