Higher Secondary

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ধরার জন্য ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেকটর’, উচ্চমাধ্যমিকে কড়া সংসদ

মোবাইল নিয়ে পরীক্ষার হলে ধরা পড়লে আর কখনোই পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার্থী, জানাল সংসদ।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ২০:১৫
Share:
Advertisement

মোবাইল ফোন নিয়ে এবারে আরও কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সারা রাজ্যের মধ্যে প্রায় ২০৬ টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলির প্রত্যেকটিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে। অন্যদিকে একাধিক চিহ্নিত পরীক্ষাকেন্দ্রে এই প্রথমবার ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর’ বা আরএফডি ব্যবহার করতে চলেছে সংসদ। পরীক্ষা শুরু সকাল ১০টায়। দুপুর ১২.৪৫ বাজার আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরোতে পারবেন না। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫২ লক্ষ যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি। উল্লেখযোগ্য ভাবে এবছর ছাত্রীর সংখ্যা ছাত্রের তুলনায় বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement