Galiff Street

জামার নীচে লুকিয়ে রাখা চন্দনা, নিয়ম ভেঙে চলছে বিকিকিনি

এশিয়ার অন্যতম বড় পশু, পাখি আর রঙিন মাছের হাট বসে এই কলকাতায়, রবিবারের গ্যালিফ স্ট্রিটে। আগে হাতিবাগানে বসলেও, পরবর্তী সময়ে আজকের জায়গায় উঠে আসে এই হাট।

প্রতিবেদন: তীর্থঙ্কর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৪
Share:
Advertisement

আগে হাতিবাগানে বসত কলকাতার সবচেয়ে বড় পশু, পাখি, রঙিন মাছের বাজার। তার পরে বাগবাজারের কাছে গ্যালিফ স্ট্রিটে স্থানান্তর। হরেক রকমের পোষ্য আর তাদের বিক্রেতাদের ডাকে সরগরম থাকে প্রতি রবিবারের সকাল। ভাল করে আলো ফোটার আগে থেকেই আসতে শুরু করেন বিক্রেতারা। কলকাতার নানান জায়গা তো বটেই, আশেপাশের জেলা থেকেও আসেন ক্রেতারা। বলা হয়, এই সাপ্তাহিক বাজারেই লুকিয়ে বিক্রি হয় ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তালিকায় থাকা বেশ কিছু পাখি। আনন্দবাজার অনলাইনের ক্যামেরা তারই খোঁজ নিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement