Pride Month

গৌরব মাসে প্রান্তস্বরের উদ্‌যাপন, রামধনু আনন্দে মিশে গেল অধিকারের লড়াইয়ের ডাক

গৌরব মাস বা ‘প্রাইড মান্থ’-এর শেষ দিনের উদ্‌যাপনে এক জোট হলেন রূপান্তরকামী সমাজের প্রতিনিধিরা, যৌনপেশায় যুক্ত নারীরা এবং অ্যাসিড হামলার শিকার হয়েও ঘুরে দাঁড়াচ্ছেন এমন নারীরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৬:০৬
Share:
Advertisement

ছকের বাঁধনের বাইরে গিয়ে ভালবাসার উদ্‌যাপনের জন্যই ‘প্রাইড মান্থ’। রামধনু রঙে মিশে থাকে যে ভিন্ন ভিন্ন আত্মপরিচিতি, তার সদর্প উপস্থিতির জানান দেওয়ার জন্যই এই গৌরব মাসের অবতারণা। সেই গৌরব মাসের শেষ দিনে, কলকাতার কয়েকটি অসরকারি সংস্থা আয়োজন করল এক ‘রামধনু সন্ধ্যা’-র, যার মূল সুর ছিল সকলে মিলে ‘বেঁধে বেঁধে থাকা’-র আহ্বান। রূপান্তরকামী সমাজের লড়াইয়ের গল্পের পাশাপাশি উঠে এল অ্যাসিড হামলার শিকার হওয়া নানান বয়সি মেয়েদের বয়ান। অন্যান্য প্রান্তজনের লড়াইয়ে অকুন্ঠ সংহতি জানালেন যৌনকর্মীরা। এ দিনের জমায়েতের অন্যতম উদ্যোক্তা, রূপান্তরকামী আন্দোলনের দীর্ঘ দিনের কর্মী রঞ্জিতা সিন্‌হা বললেন, “সমাজ যাঁদের পিছিয়ে রেখেছে, তাঁদের একত্র করে গৌরব মাসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠান।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement