avalanche

পা সরানোর আগেই পড়ল বরফের পাহাড়, সিকিম ঘোরার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন পর্যটকরা

গত ৪ এপ্রিল সিকিমে ঘুরতে গিয়ে বরফের তলায় চাপা পড়ে যাওয়ার সেই হাড় হিম করা মুহূর্তের কথা শোনালেন বারাসতের ৩ পর্যটক।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৭:৩৮
Share:
Advertisement

সিকিমের গ্যাংটক-নাথু লা পথে ১৫ মাইল এলাকায় তুষার ধসে সম্প্রতি মৃত্যু হয়েছে কয়েক জন পর্যটকের। সেই তুষার ধসে আটকে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের ৩ যুবকও। গত ৪ এপ্রিল সিকিমে ঘুরতে গিয়ে বরফের তলায় চাপা পড়ে যাওয়ার সেই হাড় হিম করা মুহূর্তের কথা বাড়ি ফিরে শোনালেন তাঁরা। বারাসত শহরের বাসিন্দা সুমিত দাস, তথাগত রায়চৌধুরী এবং অরিন্দম দাশগুপ্ত বেড়াতে গিয়েছিলেন গ্যাংটক। ৪ এ্রপ্রিল ১৭ মাইল এলাকায় ছবি তুলতে ব্যস্ত ছিলেন ৩ বন্ধু। তাঁদের বক্তব্য, সেই সময় আচমকা কেঁপে ওঠে গোটা এলাকা। সেকেন্ডের মধ্যে বরফের চাঁই নেমে অন্যান্যদের মতো তাঁদের চাপা দিয়ে দেয়। বরফের তলায় আধ ঘণ্টারও বেশি সময় চাপা ছিলেন সুমিত। তথাগত এবং অরিন্দমের কোমর থেকে শরীরের নিম্নাংশ ঢাকা পড়ে যায় বরফে। কিছু ক্ষণ পর সেনা জওয়ানরা উদ্ধার করেন তাঁদের। সিকিম ভ্রমণের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই শুনিয়েছেন ওই ৩ পর্যটক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement