ISRO

রকেট উৎক্ষেপণ দেখার সুযোগ, ইসরো-র ডাকে স্পেস সেন্টারে যাচ্ছে বীরভূমের কিশোরী

‘ইসরো’ আয়োজিত ১৪ দিনের প্রশিক্ষণ শিবিরে যাওয়ার আমন্ত্রণ। ভারতের স্পেস সেন্টারে যাওয়ার সুযোগ পেল বীরভূমের কিশোরী সৃঞ্জা মল্লিক।

নিজস্ব প্রতিবেদন
বীরভূম শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৯:৫২
Share:
Advertisement

‘উইংস অব ফায়ার’— ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডঃ এপিজে আব্দুল কালামের জীবনীই অনুপ্রেরণা। ‘যুব বিজ্ঞান কার্যক্রম’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘ইসরো’ আয়োজিত ১৪ দিনের প্রশিক্ষণ শিবিরে যাওয়ার ডাক পেল বীরভূমের কিশোরী সৃঞ্জা মল্লিক। ১৪ থেকে ২৭মে, ভারতীয় মহাকাশ সংস্থা ‘ইসরো’ আয়োজিত প্রশিক্ষণে বাংলা থেকে একমাত্র প্রতিনিধি সৃঞ্জা। ‘ইসরো’র স্পেস সেন্টারে রকেট, স্যাটেলাইট তৈরি থেকে রকেট উৎক্ষেপণ— বিজ্ঞানের মহাযজ্ঞ দেখার সুযোগ পাচ্ছে কীর্ণাহার স্টেশন রোডের বাসিন্দা সৃঞ্জা। মল্লিক পরিবারের এই মেয়ে ছোট থেকেই বিজ্ঞান চর্চায় আগ্রহী। বাবা সৌম্যজিৎ মল্লিক মেয়ের জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে কাজ করার এই আগ্রহকে সব সময়ই উৎসাহ জুগিয়েছেন। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অতীতে একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছে সৃঞ্জা। এবার মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করার সুযোগ এসেছে, মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সৌম্যজিৎ মল্লিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement