বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটারেরা। সাফল্য-সংগ্রাম-অর্জন নিয়েই কথা হচ্ছিল। তবে আড্ডার পরিবেশ একেবারে হালকা করে দেন হরলীন দেওল। প্রধানমন্ত্রীর উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান তিনি। হাসির ধুম ওঠে ঘরে। প্রধানমন্ত্রীও জানতে চান দীপ্তির ট্যাটু-রহস্য। কথা ওঠে বাঙালি মেয়ে রিচা ঘোষের লম্বা ছক্কা নিয়ে। বিশ্বজয়ী মেয়েদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই খোলা আড্ডা যেন আগামী প্রজন্মের উদ্দেশে তুলে রাখা খোলা চিঠি।