ট্রাম্পের দখিনা হাওয়া রুখে দেন বামপন্থী মামদানি, মোদীর দেশে সিপিএম কেন পারে না
নিউ ইয়র্কের মেয়র ভোটে জয়ী জ়োহরান মামদানি। মার্কিন মুলুকে এক তরুণ বামপন্থীর জয় থেকে কী শিক্ষা নিচ্ছেন এ রাজ্যের তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য?
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:১১
Share:
Advertisement
জ়োহরান মামদানি জিতেছেন। এমন একটা সময়ে জিতেছেন, যখন বিশ্ব জুড়ে বামপন্থার মন্দা চলছে। দক্ষিণপন্থার হাওয়া আটকে দিয়েছে নিউ ইয়র্ক। ভারতে কেন বামপন্থীরা পিছিয়ে? মামদানি পারেন, কেন সিপিএম পারে না? কী বলছেন পশ্চিমবঙ্গের তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য?