রাজ্যের বিভিন্ন জেলা থেকে, কলকাতার রাজপথে জমায়েত হন যুব কংগ্রেসের কর্মী, সমর্থকেরা। কলকাতার পাঁচ জায়গা থেকে মিছিল মহাকরণের দিকে এগোতে থাকে। মহাকরণে পৌঁছনোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন যুব কংগ্রেসের কর্মী, সমর্থকেরা। শুরু হয় তুমুল সংঘর্ষ। কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। একই সঙ্গে শুরু হয় লাঠিচার্জ। আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়।