কোচবিহারের দিনহাটার বাসিন্দা। উত্তমকুমার ব্রজবাসী। অনুপ্রবেশকারী সন্দেহে অসমের ‘ফরেনার্স ট্রাইবুনাল’ আইনে মামলা দায়ের হয়। এনআরসির নোটিস পান তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল। পশ্চিমবঙ্গের বাসিন্দা কী ভাবে অসম থেকে এনআরসি নোটিস পান? সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এনআরসি কী? কারা পেতে পারেন এনআরসি নোটিস?