বাংলার সুরভি লেগে এই ক্রিমে। ঠিক প্রসাধন নয়। আবার হালকা সাজেরও। আসলে বাঙালি জীবনের নস্টালজিয়া। একটা গাঢ় সবুজ রঙের টিউব। তার ভিতরে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলীন। কাটা-ছেঁড়া, পোড়া, চামড়া ফাটা— সমস্ত কিছুর সমাধান চটজলদি সমাধান— বোরোলীন। নেহরুও নাকি ব্যবহার করতেন এই বোরোলীন।