যৌন অপরাধের অভিযোগে জেল এবং বন্দি থাকা অবস্থাতেই আত্মহত্যা। সেটা ২০১৯। ছ’বছর বাদেও জেফ্রি এপস্টিন বিতর্ক আমেরিকার রাজনীতিতে। এপস্টিন তদন্তের নথি নিয়ে কী জানাচ্ছে এফবিআই? আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেই বা এপস্টিনের কী সম্পর্ক ছিল?