Siliguri

Women's Day Special: সমাজের চোখরাঙানির পরোয়া না করেই শিলিগুড়ির মহিলাদের ভরসা ‘টোটোচালক’ মুনিয়াদি

কোভিড অতিমারিতে যখন চারিদিকে অ্যাম্বুল্যান্স নিয়ে হাহাকার তখন টোটো নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোভিড রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১২:৪০
Share:
Advertisement

নাম মুনমুন সরকার। পেশায় টোটোচালক। অবাক হলেন? মহিলা হয়ে টোটো চালান? পিতৃতান্ত্রিক সমাজের একদমই উল্টোধারার চিত্র। তাই না? রাতবিরেতে রাস্তায় একা আটকা পড়েছেন কোনও মহিলা। চিন্তা নেই এক ফোনেই সেই মহিলাকে উদ্ধার করতে টোটো নিয়ে হাজির হন মুনমুন ওরফে মুনিয়াদি।

শুধু টোটোচালক হিসেবে নয় সমাজকর্মী হিসেবেও অনবদ্য মুনমুন। কোভিড অতিমারিতে যখন চারিদিকে অ্যাম্বুল্যান্স নিয়ে হাহাকার তখন টোটো নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোভিড রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি। এর জন্য প্রভূত সমস্যার মুখোমুখিও হতে হয়েছে মুনমুনকে। কোভিড রোগী নিয়ে যাওয়া-আসার কারণে তাঁকে নিজের ঘরে ঢুকতেও বাধা দেন প্রতিবেশীরা। তবুও থেমে থাকেনি তাঁর পথচলা। নির্ভীক মনোভাব। এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement