মহাকাশে ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। আকাশে উড়ান তাঁর আবেগ। ভারতীয় বায়ু সেনার ফ্লাইং অফিসার হিসাবে ২ হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। যুদ্ধবিমান সুখোই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার, এএন-৩০, ডরনিয়র-২২৮ উড়িয়েছেন। এ বার মিশন এগ্জ়িয়ম-৪ –এ পাইলটের ভূমিকায়।