রুটি, কাপড় আর বাসস্থানের ইস্যুতে ভোটে লড়ছেন। মেয়র পদের দৌড়ে তিনিই ডেমোক্র্যাটিক প্রার্থী। মুসলমান, অভিবাসী পরিবারের সন্তান। প্যালেস্টাইনের স্বাধীনতার ঘোর সমর্থক। স্বাভাবিক ভাবেই ট্রাম্পের অপছন্দের তালিকায় উপরের দিকে তাঁর জায়গা। বংশসূত্রে ভারতীয়। ট্রাম্পের ‘বন্ধু’ মোদীর সমালোচনা করতেও ছাড়েন না। কে এই জ়োহরান মামদানি?