Viral Video

মাসে ১.২ লক্ষ টাকা বাড়িভাড়া! ভিডিয়ো করে সারা মাসের খরচ জানালেন গুরুগ্রামের বিদেশিনি ‘ফকির’

সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে রোজগার করেন ভিক্টোরিয়া। কাজের সূত্রে মাঝেমধ্যেই গুরুগ্রামে যেতে হয় তাঁকে। সে কারণে গুরুগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অনলাইন মাধ্যমে ভিডিয়ো বানিয়ে উপার্জন করেন বিদেশিনি। রাশিয়ার বাসিন্দা হলেও অধিকাংশ সময় কাজের সূত্রে ভারতে আসতে হয় তরুণীকে। তাই গুরুগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। কিন্তু গুরুগ্রামে এক একটা মাস থাকা নাকি তরুণীর কাছে খরচসাপেক্ষ হয়ে পড়ছে। ইনস্টাগ্রামের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সারা মাসে কোন খাতে, কত খরচ হয়— তারই হিসাব দিয়েছেন তরুণী।

Advertisement

‘মিয়াওভি.ভি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিদেশিনি রাস্তায় পোজ় দিয়ে দাঁড়িয়ে তাঁর সারা মাসের খরচ জানাচ্ছেন। তরুণীর নাম ভিক্টোরিয়া কোভান। রাশিয়ার বাসিন্দা তিনি। পেশায় নেটপ্রভাবী। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে রোজগার করেন ভিক্টোরিয়া। কাজের সূত্রে মাঝেমধ্যেই গুরুগ্রামে যেতে হয় তাঁকে। সে কারণে গুরুগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছেন তিনি।

কিন্তু তিনি যখন গুরুগ্রামে থাকেন, তখন মাসিক খরচ বেড়ে যায়। ভিক্টোরিয়া জানান, প্রতি মাসে বাড়িভাড়া বাবদ ১.২ লক্ষ টাকা খরচ হয় তাঁর। অনলাইনে ক্যাব বুক করে কোথাও গেলে অন্তত ১ হাজার টাকা লাগে ভিক্টোরিয়ার। কোনও রেস্তরাঁয় খেতে গেলে আড়াই হাজার টাকা খরচ করে ফেলেন তিনি।

Advertisement

বিদ্যুতের খরচ বাবদ প্রতি মাসে ১৫ হাজার টাকা খরচ হয়। তা ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে প্রতি মাসে ৪০ হাজার টাকা লাগে তাঁর। ওষুধপত্র কিনতে কমপক্ষে ২০ হাজার টাকা এবং প্রসাধনী কিনতে ১৫ হাজার টাকা মাসিক খরচ হয় ভিক্টোরিয়ার। খরচের হিসাব দিয়ে তরুণী বলেন, ‘‘আর লোকে বলে ভারতে থাকলে কম খরচ হয়!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement