Viral

Viral: চাঁদিফাটা রোদে মাথায় ঝুড়ি নিয়ে পাঁপড় বিক্রি করছেন বৃদ্ধা, কেন?

জয়পুরে তীব্র গরমে চড়া রোদ মাথায় নিয়েই এ ভাবে পাঁপড় বিক্রি করেন ৬৮ বছর বয়সি ওই বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৪:৩৬
Share:

ছবি ইনস্টাগ্রাম।

বয়স সত্তর ছুঁইছুঁই। চাঁদিফাটা রোদে তেতেপুড়ে মাথায় ঝুড়ি নিয়ে পায়ে হেঁটে শহরের এ প্রান্ত থেকে অন্যত্র ঘুড়ে বেড়াচ্ছেন এক বৃদ্ধা। ঝুড়িতে রয়েছে ইয়া বড় বড় পাঁপড়।

Advertisement

জয়পুরের এই পাঁপড় বিক্রেতার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। জয়পুরে তীব্র গরমে চড়া রোদ মাথায় নিয়েই এ ভাবে পাঁপড় বিক্রি করেন ৬৮ বছর বয়সি ওই বৃদ্ধা। তাঁর এই কৃচ্ছ্রসাধনের তারিফ করেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একমাত্র রোজগেরে ওই মহিলা। তাই সংসার চালানোর জন্য তিনি পাঁপড় বিক্রি করছেন। ২০ টাকায় পাঁপড় বিক্রি করেন। অসহনীয় গরমের মধ্যেও বৃদ্ধ বয়সে সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন