Wedding Viral

দেড় কোটি টাকা দিয়ে ২৪-এর তরুণীকে বিয়ে ৭৪-এর বৃদ্ধের! মধুচন্দ্রিমায় যাওয়ার ‘তাড়ায়’ টাকা দিতে ভুললেন চিত্রগ্রাহকদের

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবর পূর্ব জাভা প্রদেশের প্যাসিটান রিজেন্সিতে এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেখানেই ২৪ বছর বয়সি তরুণীকে বিয়ে করেন ৭৪-এর বৃদ্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০৭:৩৩
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

দেড় কোটি টাকা দিয়ে ২৪ বছর বয়সি তরুণীকে বিয়ে! হইচই ফেললেন ৭৪ বছর বয়সি এক বৃদ্ধ। ৫০ বছরের ছোট এক জনকে বিয়ে করে বিতর্কও তৈরি করলেন। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। জানা গিয়েছে, বিয়ে করার জন্য কনের পরিবারের হাতে দেড় কোটি টাকা তুলে দিয়েছেন ওই বৃদ্ধ। একই সঙ্গে অভিযোগ, বিয়েতে যে চিত্রগ্রাহকদের ভাড়া করেছিলেন ছবি তোলার জন্য, তাঁদের টাকা না মিটিয়েই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। সমাজমাধ্যমেও ঘটনাটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবর পূর্ব জাভা প্রদেশের প্যাসিটান রিজেন্সিতে এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেখানেই ২৪ বছর বয়সি তরুণীকে বিয়ে করেন ৭৪-এর বৃদ্ধ। জানা গিয়েছে, বিয়ে করার জন্য তরুণীর পরিবারকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠানস্থলে কোনও কারণবশত টাকার পরিমাণ বেড়ে যায়। স্ত্রীর পরিবারকে মোট দেড় কোটি টাকা দেন তিনি। বিয়ের অতিথিদেরও মধ্যেও টাকা বিতরণ করেন তিনি। কিন্তু আলোকচিত্রীদের টাকা না মিটিয়েই ঘটনাস্থল থেকে ‘পালিয়ে’ যান। তার পর থেকে বৃদ্ধের আর কোনও খোঁজ নেই।

২৪ বছর বয়সি তরুণী স্ত্রীর সঙ্গে ৭৪-এর বৃদ্ধ। ছবি: সংগৃহীত।

এর পরেই বৃদ্ধের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই আলোকচিত্রীদর দল। একই সঙ্গে জল্পনা ছড়ায়, বিয়ে করতে বৃদ্ধ যে দেড় কোটি টাকা দিয়েছিলেন, তা-ও জাল। যদিও বিষয়টি নিয়ে জলঘোলা হতে প্রকাশ্যে আসেন বৃদ্ধ। তাঁর দাবি, তিনি গা ঢাকা দেননি। স্ত্রীকে নিয়ে দিব্যি আছেন। আলোকচিত্রীদেরও টাকা মেটাবেন। কনের পরিবারও সে কথা মেনে নিয়ে জানিয়েছে, নবদম্পতি এখন মধুচন্দ্রিমায় গিয়েছেন। তবে বকেয়া পাওনা নিয়ে আলোকচিত্রীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement