viral video

গ্রাহকদের দৈনন্দিন ‘অসভ্যতা’য় জীবন নরকসম, ‘খারাপ’ হচ্ছে স্বভাব! শান্তির খোঁজে সরকারি চাকরি থেকে ইস্তফা তরুণীর

সরকারি চাকরির নিরাপত্তার চেয়ে সুখ বড়। মানসিক শান্তির জন্য মোটা মাইনের চাকরি ও সুযোগ স্বেচ্ছায় ত্যাগ করলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬
Share:

দশটা-পাঁচটা চাকরির জন্য শান্তি বিঘ্নিত হচ্ছিল। মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সরকারি চাকরি ছেড়ে দিলেন এক তরুণী। দিল্লির বাসিন্দা ২৯ বছরের তরুণী সমাজমাধ্যমে চাকরি ছাড়ার কারণ প্রকাশ্যে এনেছেন। স্বাভাবিক ভাবেই সেই ভিডিয়ো মনোযোগ আকর্ষণ করেছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বাণী নামের ওই তরুণী ইনস্টাগ্রামে একটি ভি়ডিয়ো পোস্ট করে জানান, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার ছিলেন। আইবিপিএস পরীক্ষায় পাশ করে প্রশিক্ষণ নেন। ২০২২ সালে যোগদান করেন। এর পর স্কেল ওয়ান অফিসার হিসেবে মেরঠের একটি শাখায় যোগদান করেন। বাণীর কথায়, তাঁর জীবনে আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধার অভাব না হলেও তাঁর মানসিক শান্তির অভাব হচ্ছিল। সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি আগে খুব সুখী প্রকৃতির ছিলাম। কিন্তু গত তিন বছর ধরে আমি ধীরে ধীরে যে মানুষে পরিণত হচ্ছিলাম তাকে অন্তর থেকেই ঘৃণা করতে শুরু করেছি। সহজেই বিরক্ত হয়ে উঠি। তাই আর্থিক স্থিতিশীলতার চেয়ে মানসিক শান্তিকেই বেছে নিয়েছি।’’

এই সিদ্ধান্তের জন্য বাণী বিন্দুমাত্রও অনুতপ্ত নন। তাঁর মতে, এমন একটা জায়গা ছেড়ে যাওয়ার পরও যে সুখ এবং মানসিক শান্তি পাওয়া যায়, তা যে কোনও অনুতাপের চেয়ে অনেক বেশি মূল্যবান। ভিডিয়োটি দেখে অনেকেই তরুণী সাহসিকতার প্রশংসা করলেও, কিছু নেটমাধ্যম ব্যবহারকারী ভিন্নমত পোষণ করেছেন। কেউ কেউ লিখেছেন, তাঁর সংসার ও আর্থিক দায়িত্ব থেকে সরে আসার সুযোগ ছিল। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ম্যাডাম, আপনি পুরুষ নন। আপনার পাশে বসা এক জন পুরুষ সহকর্মীকে জিজ্ঞাসা করুন। তাঁরা আপনার মতো চিন্তা করলেও চাইলেই দায়িত্বের বোঝা কাঁধ থেকে নামাতে পারেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement